ইট তো সাধারণ মাটি দিয়েই তৈরি হয়। এর পরিবেশবান্ধব রূপটা আবার কেমন হতে
পারে? আর এর প্রয়োজনটাই বা কী? প্রয়োজন তো আছেই। বিভিন্ন রকম পরিবেশে
আরামদায়ক ঘর তৈরি থেকে শুরু করে কলকারখানায় নানা কাজে ব্যবহার করা হয়
বিশেষ ধরনের তাপরোধক ইট। আর এতে ব্যবহার করা পলিস্টাইরিন (একজাতীয়
প্লাস্টিক)। পলিস্টাইরিন মেশানো ইট তৈরি করতে গিয়ে পরিবেশের ওপর বিরূপ
প্রভাব পড়ে বলে তাপরোধক অথচ পরিবেশবান্ধব ইট তৈরির প্রয়োজনীয়তা দেখা দেয়।
আর সেটা এবার খুব সহজে কম খরচে করে দেখিয়েছেন পর্তুগালের এক
ব্যক্তি।পর্তুগালের পলিটেকনিক ইনস্টিটিউট অব টোমারের গবেষক এডুয়ার্ডো
ফেরাজ তৈরি করেছেন এমন ইট। এতে তিনি পলিস্টাইরিনের পরিবর্তে ব্যবহার
করেছেন শস্য গাঁজিয়ে বিয়ার তৈরির পর থেকে যাওয়া উচ্ছিষ্ট বা ভুসি। প্রতি
ইটে মাত্র ৫ শতাংশ ভুসি ব্যবহার করে এ ইট তৈরি করা হয়। সাধারণ ইটের মতোই
মজবুত নতুন এ ইটগুলো। প্রায় ২৮ শতাংশ তাপের অপচয় রোধে সক্ষম ভুসি মেশানো এ
ইট। তাপরোধক ইট প্রস্তুতকারক কম্পানিগুলোর জন্য এটি সাশ্রয়ী হবে বলে
মন্তব্য করেছেন গবেষকরা। কারণ বিভিন্ন কারখানায় শস্য গাঁজানোর পর যথেষ্ট
পরিমাণেই ভুসি তৈরি হয়, যা দিয়ে তাপরোধক ও পরিবেশবান্ধব এ ইট উৎপাদনের
প্রয়োজন সহজেই মেটানো সম্ভব। সূত্র : ইউপিআইডটকম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন